Thursday, March 4, 2021

শ্যামনগরে কুড়িয়ে পাওয়ার শিশুর দত্তক নিতে আবেদনের সময়সীমা বৃদ্ধি https://ift.tt/eA8V8J

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটির দত্তক নেওয়ার আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান সুত্রে প্রকাশ কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটির দত্তক নেওয়ার আবেদন সময়সীমা ৪ মার্চ পর্যন্ত ছিল কিন্ত এত অল্প সময়ের মধ্যে অনেকে আবেদন করতে না পারাতে এবং যারা আবেদন করেছেন তাদের আবেদন অসম্পূর্ণ থাকাতে আগামী ৭ মার্চ পর্যন্ত আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, আবেদনে দত্তক নিতে ইচ্ছুক স্বামী ও স্ত্রীর বয়স, সন্তান ধারণে অক্ষম এর স্বপক্ষে প্রমান, পূর্ণ ঠিকানা, পেশার সুস্পষ্ট বিবরণ, আর্থিক অবস্থার সুস্পষ্ট বর্ণণাসহ মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে। আবেদনকারীগণকে উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর, সাতক্ষীরা অথবা উপজেলা সমাজসেবা অফিসার ,শ্যামনগর, সাতক্ষীরা বরাবর আবেদন করতে বলা হয়েছে। শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তত্ত্বাবধানে সম্পূর্ণ সুস্থ রয়েছে।
উল্লেখ্য, গত ২ মার্চ ভোরে শিশুটিকে ব্যাগে ভরা পরিত্যক্ত অবস্থায় শ্যামনগর ইউপির শেষ সীমানা কালভার্টের পাশে দেখতে পান শ্যামনগর সদরের ঢাকার বাস টার্মিনাল সংলগ্ন মসজিদের মুয়াজ্জিন সামছুর রহমান। পরবর্তীতে সামছুর রহমান শিশুটিকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন। এরপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শিশুটিকে পরিচর্যা করা হচ্ছে।

The post শ্যামনগরে কুড়িয়ে পাওয়ার শিশুর দত্তক নিতে আবেদনের সময়সীমা বৃদ্ধি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ed9h5w

No comments:

Post a Comment