Friday, March 5, 2021

কোস্ট গার্ডের অভিযানে জীবিত হরিণসহ শিকারী আটক https://ift.tt/eA8V8J

আজিজুর রহমান, শ্যামনগর (সদর): কোস্ট গার্ডের অভিযানে জীবিত হরিণসহ এক শিকারী হাতেনাতে আটক হয়েছে। শুক্রবার রাত ২টার দিকে গোপন সংবাদ পেয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের (মংলা) একটি টহল দল খুলনা জেলার দাকোপ থানাধীন লাউডোপ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় হরিণের ফাঁদ, একটি জীবিত হরিণসহ এক শিকারী আটক করতে সক্ষম হয়। আটককৃত শিকারীর নাম নাম মো. শাকিল সরদার (১৯)। তিনি খুলনা জেলার দাকোপ থানার ভোজনখালী গ্রামের ইমাদুল সরদারের ছেলে। আটককৃত হরিণ ও শিকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, আটককৃত চোরাকারবারীর মতই কিছু অসাধু ব্যক্তিরা তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য বিভিন্নভাবে এ সকল অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা সুন্দরবনের প্রাণি সম্পদকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকা সমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণি শিকার রোধসহ চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবল¤¦ন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

The post কোস্ট গার্ডের অভিযানে জীবিত হরিণসহ শিকারী আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3qjXqoS

No comments:

Post a Comment