Saturday, April 11, 2020

শাঁখরা বাজার কমিটির ত্রাণ বিতরণ https://ift.tt/eA8V8J

আজ ১১ এপ্রিল সকাল ১০ টায় শাঁখরা বাজার চাল পট্টিতে করোনাভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়াই শাঁখরা বাজার কমিটির সভাপতি জেলা পরিষদের সদস্য আলফেরদৌস আলফার নেতৃত্ব ও দিক নির্দেশনায় শাঁখরা বাজার কমিটি ও ব্যাবসায়ীবৃন্দের ব্যবস্থাপনায় অসহায় ১৫৫ জন অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসমায় উপস্থিত ছিলেন শাঁখরা বাজার কমিটির সহ-সভাপতি ডাঃ আসাদুল হক (সাংবাদিক), সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান পলাশ, বেল্লাল হোসেন, আসাদুজ্জজামান মিলন, সফেদ আলি, নুরুল ইসলাম, ইউনুস আলি, রুহুল আমিন, আনোয়ার হোসেন, সুজাত আলিসহ অনেকে। সীমান্ত প্রতিনিধি:

The post শাঁখরা বাজার কমিটির ত্রাণ বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XooMPL

No comments:

Post a Comment