Wednesday, April 8, 2020

লকডাউন ভেঙে বিয়ে, ৫০ অতিথিসহ বর-কনে গ্রেফতার https://ift.tt/eA8V8J

লকডাউন না মেনে বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ায় বর-কনেসহ অতিথিদের গ্রেফতার করা হয়েছে।

রোববার দক্ষিণ আফ্রিকায় ৪৮ বছর বয়সী জাবুলানি জুলু ও তার চেয়ে দুই বছরের ছোট কনে নোমথানডাজো মাখিজকে বিয়ে করেন।

কিন্তু হঠাৎ করেই অস্ত্রসহ পুলিশ এসে তাদের বিয়ের অনুষ্ঠানে বাধা দেন। বর-কনেকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে ওঠানোর ছবিও সামাজিকমাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে।

প্রাণঘাতী করোনাভাইরাস রুখতে দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় সপ্তাহের লকডাউন চলছে। কিন্তু গণজমায়েত বন্ধের নির্দেশনা সত্ত্বেও খাওজুলু নাতাল অঞ্চলে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

পরে বিয়ে পড়ানো পাদ্রী ও ৫০ অতিথিসহ সবাইকে গ্রেফতার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরে মুচলেকায় সই নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

পুলিশ মুখপাত্র ভিশ নাইডো বলেন, অনুষ্ঠান চালিয়ে যাওয়ার মতো যৌক্তিক কোনো কারণ আছে বলে দেখছি না। আর এমন কিছু করতে গেলে প্রত্যেককে জেরা করার পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হবে।

The post লকডাউন ভেঙে বিয়ে, ৫০ অতিথিসহ বর-কনে গ্রেফতার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2x3TfId

No comments:

Post a Comment