এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটি চীনের প্রতি অতি বেশি ক্দ্রেীভূত অভিযোগ করে তিনি বলেন, করোনাভাইরাস মহামারীর সময় বাজে পরামর্শও দিয়েছে তারা।
এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন তহবিল আটকে দেয়ারও হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, সংস্থাটি সত্যিকার অর্থে ভুল করেছে। কোন কোন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বেশিরভাগ তহবিল বরাদ্দ দিলেও তারা চীন-কেন্দ্রীক। আমরা এ বিষয়ে নজর দেব।
ট্রাম্প বলেন, সৌভাগ্যবশত, চীনের সঙ্গে সীমান্ত উন্মুক্ত রাখার ব্যাপারে তাদের পরামর্শ আমি প্রত্যাখ্যান করেছিলাম। তারা কেন আমাদের এই ভুল পরামর্শ দিয়েছিল?
মঙ্গলবারের সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বারবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে আঙুল তোলেন। তিনি বলেন, তারা সত্যিকার অর্থে এই ভুল অনুরোধ করেছিল। কাজেই সংস্থাটিতে অর্থ বরাদ্দ আমরা স্থগিত করতে যাচ্ছি। আমরা খুবই শক্তিশালীভাবে এটা করতে যাচ্ছি।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি ট্রাম্পের এই সমালোচনা প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
সাংবাদিকদের তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে থেকে এটা পরিষ্কার যে মহাপরিচালক ডা. টেড্রোস আধানম গিবরিয়াসুসের অধীন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ রোধে অসাধারণ কাজ করেছে।
‘লাখ লাখ উপকরণ, প্রশিক্ষণ ও নির্দেশনা দিয়ে বিভিন্ন দেশকে সহায়তা করেছে।’ ডুজারিক বলেন, আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থার শক্তিমত্তা দেখাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলার মতো সংক্রামক ও প্রাণঘাতী রোগের মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরা সামনের কাতারে থেকে চমৎকার কাজ করেছে বলেও জানিয়েছেন জাতিসংঘের এ মুখপাত্র।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের রক্ষণশীলরা বৈশ্বিক মহামারীর সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচনা করে আসছেন।
বৈশ্বিক এ সংস্থাটি প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে চীনের ত্রুটিপূর্ণ তথ্যের ওপর অনেক বেশি নির্ভর করেছে বলেও অভিযোগ তাদের।
The post এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর খেপলেন ট্রাম্প appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3c2mNol
No comments:
Post a Comment