Saturday, April 11, 2020

করোনা/ সামিউল মনির https://ift.tt/eA8V8J

     

ঝাঁকে ঝাঁকে মরছে মানুষ
প্রাণঘাতী করোনায়
আল্লাহ ছাড়া উপায় নাইকো
তাবৎ বিশ^ নিরুপায়

মেনে চলি বিধি নিষেধ
মানবতার হই সহায়
আপন ঘর পুড়লে তবে
অন্তর যে কাঁদবে মায়ায়

সম্মুখে এখন মহা বিপদ
উঠতে হবে কাফেলায়
মানব জাতি ক্রন্দন করে
লাশ পড়ে থাকে বিছানায়

দৃষ্টি তুমি প্রখর হও
সম্মুখ পানে তাকায়
বিপদ কিন্তু ঘোরতর
নামাজ বন্ধ কাবায়

আমরা বসে নিচ্ছি মজা
দুর স্বজন ঐ অসহায়
সময় থাকতে হই সতর্ক
বুক যে ফাটে বেদনায়

সুখ বিলাসে আছি মোরা
সভ্য (!) এমন জামানায়
সন্তান ও যে শরীক হয় না
পিতা মাতার জানাজায়

আইসিইউ তে কোলের শিশু
লাশ দাফনের জায়গা কোথায়
হাসি ঠাট্রা ভুলে আমরা
মনুষত্বকে একটু জাগায়

দুনিয়া আজ থমকে গেছে
বুক যে ভাসে কান্নায়
ক্ষমা চাই দু’হাত তুলে
করবো না আর অন্যায়

The post করোনা/ সামিউল মনির appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34uupgP

No comments:

Post a Comment