সাতক্ষীরায় সদরের লস্কর পাড়া ঝুটিতলা বাজার কমিটি গঠন করা হয়েছে।কমিটির সভাপতি মো.শাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক শেখ ফারুক হাসান সোহাগকে নির্বাচিত করা হয়েছে।
সোমবার(০৪ এপ্রিল) দুপুরে কাটিয়া লস্কর পাড়া ঝুটিতলা মোড়ে বাজার কমিটির অস্থায়ী কার্যালয়ে কমিটি আহবায়ক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সর্বোসম্মতিক্রমে মো.শাহিদ হাসানকে সভাপতি এবং শেখ ফারুক হাসান সোহাগকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ঝুটিতলা বাজার কমিটি গঠন করা হয়।কমিটি অন্যান্যরা হলেন,সহ-সভাপতি শেখ সিরাজুল ইসলাম,সহ-সভাপতি মো.শওকত হোসেন,যুগ্ম-সম্পাদক মো.ওহিদুজ্জামান পল্টু,শ্রী সুফল দাস,সাংগঠনিক সম্পাদক মো.বাবলু হাসান,অর্থ সসম্পাদক মো.মনিরুল ইসলাম,প্রচার সম্পাদক মো.আমিরুল ইসলাম,দপ্তর সম্পাদক মো.খোকন ইসলাম,ক্রীড়া সম্পাদক মো.ইসমাইল হোসেন,ধর্ম সম্পাদক মো.আবুল হোসেন
এছাড়াও সদস্যরা যথাক্রমে এস,এম,হাবিবুল হাসান,গ্রাম্য ডা.মো.রাজু আহম্মেদ,মো.হাবিবুর রহমান,শ্রী গনেশ দাস,ডা.আলাউদ্দীন আলী,মো.মিজানুর রহমান,মো.মনিরুল ইসলাম,মো.আব্দুল্লাহ আল মামুন,মো.মুজিবর রহমান,মো.রাসেদুজ্জামান রাসেদ,মো.ফরিদউদ্দীন বাপ্পী,মো.আবদুল মুজিদ।
The post সাতক্ষীরায় ঝুটিতলা বাজার কমিটি গঠন: সভাপতি শাহিদ, সম্পাদক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2YzU46L
No comments:
Post a Comment