বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। সুস্থতার সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬ হাজারের বেশি মানুষ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ১৬ লাখ ৫৮ হাজার ৯৯৫ জন। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩ লাখ ১০ হাজার ২৫৯ জন, স্পেনে এক লাখ ৮৩ হাজার ২২৭ জন, ইতালিতে এক লাখ ১২ হাজার ৫৪১ জন, ফ্রান্সে ৫৮ হাজার ৬৭৩ জন। ইরানে সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৪২৮ জন। তুরস্কে সুস্থ হয়েছেন এক লাখ এক হাজার ৭১৫ জন।
বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৭০০ জন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯৮ হাজার ১৬৫ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ২৯ হাজার ২২৩ জন। অপরদিকে ১৬ লাখ ৫৮ হাজার ৯৬৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
The post করোনা থেকে একদিনে সুস্থ ৫৬ হাজার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/365kOxS
No comments:
Post a Comment