সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারেরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিরলস ভাবেসেবা দিয়ে যাচ্ছেন। সেই সাথে দিয়ে যাচ্ছেন করোনা ভাইরাসের সচেতনতামূলক পরামর্শ। এবিষয়ে কলারোয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার আব্দুল বারিক জানান, আমাদের হাসপাতালে ৩৬জন ডাক্তার রয়েছেন। সরকারের দিক নির্দেশনা মোতাবেক কলারোয়ায় এই সংকটময় মুহুর্তে সাধারণ রোগীর চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। এখন গ্রাম অঞ্চলের মানুষ সর্দি, কাশি, জ্বর হলেও করোনা রোগের আক্রান্তের ভয়ে ভুগছে। এসকল রোগীদেরকে ডাক্তারগণ জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। করোনার উপসর্গ থাকলে তাৎক্ষনিক ভাবে তাদের নমুনা সংগ্রহের জন্য কলারোয়া সরকারী হাসপাতালে পাঠানো হচ্ছে। একই সাথে তাদের হোম কোয়ারেন্টিনে থাকারও পরামর্শ দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, এই কাজ গুলো করার জন্য ৬ সদস্য বিশিষ্ট একটি টিম রয়েছে। তার মধ্যে প্রধান হলো-অধ্যক্ষ ডা. আব্দুল বারিক, মেডিকেল অফিসার ডা. সেলিনা আক্তার, সহকারী ডা. হাবিবুর রহমান, ডা. ফতেমা খাতুন, ডা. আক্কাজ আলী, ডা. মিজানুর রহমান। আর এই টিম ১ এপ্রিল মাসের বুধবার থেকে কাজ শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেশের এই সংকটময় মুহুর্তে ডাক্তারদেরকে সুরক্ষা আর নিরাপত্তার বিষয়ে সুদৃষ্টি দেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।
কলারোয়া প্রতিনিধি:
The post ঝুঁকি নিয়েই সেবা দিচ্ছেন কলারোয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তাররা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3c7zRZQ
No comments:
Post a Comment