প্রাণঘাতী কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এবার মৃত্যুর কাছে হার মানলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি। অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী আমৃত্যু বেসরকারি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য পদে ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন অধ্যাপক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম।
ঢামেক হাসপাতাল মর্গ কর্তৃপক্ষ জানায়, সকালে আইইডিসিআরের দেয়া প্রতিবেদনে অধ্যাপক নাজমুলের করোনা পজিটিভ এসেছে।
অধ্যাপক ড. নাজমুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম মৃত্যু হয় করোনাভাইরাসে। এ পর্যন্ত ১৮৬ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্ত হয়েছেন মোট ১১,৭১৯ জন, এরমধ্যে সুস্থ হয়েছেন ১,৪০৩ জন।
The post করোনা এবার কেড়ে নিল ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসির প্রাণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2YNq7jX
No comments:
Post a Comment