Wednesday, May 6, 2020

করোনা রোগী শনাক্তে প্রতিটি জেলায় ল্যাব স্থাপনে আইনি নোটিশ https://ift.tt/eA8V8J

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্তকরণে প্রতিটি জেলায় পিসিআর ল্যাব স্থাপনে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে স্বাস্থ্য সচিব, অর্থ সচিবকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।  

আজ বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন ই-মেইলযোগে জনস্বার্থে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রতিটি জেলায় পিসিআর ল্যাব স্থাপনে নোটিশ পাঠান ।

নোটিশে বলা হয়, (ক) যেহেতু বৈশ্বিক মহামারি করোনাভাইরাস আমাদের দেশে সামাজিক সংক্রমণ হিসেবে দেখা দিয়েছে এবং ইতোমধ্যে বিপুলসংখ্যক মানুষ করোনা ভাইরাসেআক্রান্ত হয়েছেন।

(খ) যেহেতু করোনাভাইরাস একটি সংক্রামক ব্যাধি, তাই অধিক সংখ্যক মানুষ করোনাভাইরাসে সংক্রমিত কিনা, সেটা পরীক্ষা করা ছাড়া এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করা একেবারেই অসম্ভব।

(গ) যেহেতু বর্তমানে সারা বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে এবং প্রতিটি জেলা শহরে পিসিআর ল্যাব স্থাপন না হওয়ায় প্রতিটি জেলায় তাদের নমুনা সংগ্রহ করে অন্য জেলায় পাঠানো হচ্ছে, যে রিপোর্ট আসতে অনেক ক্ষেত্রে ৭ থেকে ১০ দিন সময় লেগে যাচ্ছে, উক্ত সময়ের মধ্যে কোনো ব্যক্তি সংক্রমিত কিনা তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে যদি কেউ সংক্রমিত হয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে আইসোলেশন বা তার চিকিৎসার সুযোগ তৈরি হচ্ছে না, যার ফলে এই ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

(ঘ) যেহেতু আইসোলেশনে থাকা এই সংক্রামক ব্যাধি প্রতিরোধের একমাত্র পদ্ধতি, সে ক্ষেত্রে কোনো ব্যক্তিকে যদি চিহ্নিত করা না যায় সে সংক্রমিত কিনা, তাহলে উক্ত ব্যক্তি সাধারণভাবে চলাফেরা করার কারণে অধিক সংখ্যক মানুষ সংক্রমণের আশঙ্কা থেকে থাকে। সুতরাং এ মুহূর্তে সবচেয়ে জরুরি তাৎক্ষণিকভাবে রোগীকে চিহ্নিত করা এবং তা দ্রুত পরীক্ষার মাধ্যমেই সম্ভব।  তাই দ্রুত রোগী শনাক্তকরণের জন্য প্রতিটি জেলা সদরের জেলা  হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন করা অত্যন্ত জরুরি বিষয় হয়ে দেখা দিয়েছে।

(ঙ) তাই অদ্য এই নোটিশ দ্বারা আপনাকে জানানো যাচ্ছে যে অত্র নোটিশপ্রাপ্তির পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিটি জেলায় করোনা শনাক্তকরণের জন্য পিসিআর ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post করোনা রোগী শনাক্তে প্রতিটি জেলায় ল্যাব স্থাপনে আইনি নোটিশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dk1wa9

No comments:

Post a Comment