ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। তাদেরকে গতকাল রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া স্ব স্ব বাসা থেকে আটক করা হয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ,র্যাব-৩ এর একটি দল আটককৃতদের রমনা থানায় হস্তান্তর করেছে।’
মামলার তদন্ত কর্মকর্তা জামশেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ায় তাদের দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। ‘তাদেরকে আজ আদালতে হাজির করা হবে।এই মামলার ১১ জন আসামি। তাদের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
কার্টুনিস্ট কিশোর তার ‘আমি কিশোর’ ফেসবুক অ্যাকাউন্টে দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার পোস্ট করতেন। মুশতাক তার ফেসবুক অ্যাকাউন্টে কিশোরের সেসব পোস্টের কয়েকটি শেয়ার করেছিলেন।।
The post ডিজিটাল নিরাপত্তা আইনে কিশোর, মুশতাক গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2YA8MuF
No comments:
Post a Comment