দেশের ইতিহাসে প্রথমবারের মতো দলকে বিশ্বকাপ জিতিয়ে তারকা বনে গেছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী। করোনাযুদ্ধে শামিল হতে ভারতের বিপক্ষে সেই ফাইনাল ম্যাচের স্মারক নিলামে তুলছেন এই জুনিয়র টাইগার।
নিলাম উপলক্ষে শনিবার (০৯ মে) আকবরের সঙ্গে সরাসরি আলাপচারিতায় যুক্ত হয়েছিলেন পূর্বসূরী মুশফিকুর রহিম। এ সময় তিনি আকবরের ভূয়সী প্রশংসা করেন।
মুশফিকের মতো আকবরও উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে মুশফিক মনে করেন, প্রতিভার বিচারে আকবর অনেক এগিয়ে।
মি. ডিপেন্ডেবল বলেন, ‘আকবর যে জায়গায় আছে, ঐ জায়গায় এত মেধাবী আমি ছিলাম না, এমনকি এখনো এমন না। আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম। ঐসময় সিলেটে আমাদের জাতীয় লিগের একটা খেলা চলছিল। খেলা শেষ হওয়ার পর একটা ম্যাচ বল বাই বল দেখেছি।’
অনূরর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আকবরের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে বিমোহিত মুশফিক বলেন, ‘ফাইনালে ও যে ইনিংস খেলেছে চাপের মধ্যে- অসাধারণ।’
The post আকবরের মতো প্রতিভাবান ছিলাম না: মুশফিক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3cw0mIA
No comments:
Post a Comment