আততায়ী বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন সোমালিয়ার জাতীয় দলের সাবেক গোলরক্ষক আব্দিওয়ালি ওলাদ কানিয়ারি। বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তাকে গুলি করে দুর্বৃত্তরা।
সোমালিয়া ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে রাজধানী মোগাদিসুর নিকটবর্তী আফগোয়ে শহরে নামাজ শেষে বের হওয়ার পথে মসজিদের সামনে গুলি করা হয় কানিয়ারিকে। সিএএফ বি কোচিং লাইসেন্সের পাশাপাশি একজন ফুটবল প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন ৩৯ বছর বয়সী সাবেক গোলরক্ষক।
২০১৫ সালে জাতীয় দল থেকে অবসরে যান কানিয়ারি। পরে এগোচ্ছিলেন কোচিং ক্যারিয়ারের দিকে। হিরসাভেলে প্রদেশে তরুণ ফুটবলারদের নিয়েও কাজ করছিলেন। আগামী শুক্রবার নিজের ৪০তম জন্মদিন পালন করার কথা ছিল তার।
জাতীয় দলের সাবেক গোলরক্ষকের এমন মৃত্যুতে শোক প্রকাশ করেছে সোমালিয়ান ফুটবল ফেডারেশন। এই মৃত্যুতে দেশ একজন প্রতিভাবান কোচ হারাল বলে বিবৃতিতে বলেছে ফেডারেশনটি।
The post মসজিদে গুলিতে নিহত সোমালিয়ান গোলরক্ষক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/35Vhllv
No comments:
Post a Comment