গত ২৪ ঘণ্টা দেশে নতুন করে ৭০৬ জন করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১২ হাজার ৪২৫ জন।
সুস্থ হয়েছেন ১৩০ জন। মোট সুস্থ ১ হাজার ৯১০
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
কয়েকদিন কমার পর বিশ্বে আবারও বেড়েছে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) মৃতের সংখ্যা।
বুধবার (৬ মে) পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৮ হাজার ৩২৬ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ২৭ হাজার ৩০১ জন। অপরদিকে ১২ লাখ ৪১ হাজার ৯৩১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ওয়ার্ল্ডোমিটার তথ্য অনুযায়ী, একদিনে সাড়ে ৫ হাজার জনের মৃত্যু হয়েছে এরমধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৭৯৮ জন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১২ লাখ ৩৭ হাজার ৬৩৩ জন। দেশটিতে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২ হাজার ৩৫০ জন। এই নিয়ে মৃত্যুর সংখ্যা ৭২ হাজার ২৭১ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬২৮ জন।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ব্যাপকহারে সংক্রমণ ছড়িয়েছে করোনার। সবচেয়ে নাজুক অবস্থা জনবহুল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের। নিউ ইয়র্কে আক্রান্ত হিসেবে শনাক্ত ৩ লাখ ২১ হাজার রোগীর ২৫ হাজার ৭৩ জন মারা গেছে।
বিশ্বের যে কোনও দেশের চেয়ে নিউ ইয়র্কে শনাক্ত রোগীর সংখ্যা বেশি।
মৃতের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেলো যুক্তরাজ্য। দেশটিতে ২৪ ঘণ্টায় ৬৯৩ মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি ২৯ হাজার ৪২৭ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪০৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৯০ জন। সুস্থ হয়ে কেউ বাড়ি ফিরে যায়নি।
আর ইতালিতে একদিনে মৃত্যু হয়েছে ২৩৬ জনের। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৫ জন। সব মিলিয়ে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ২৩১ জন।
আর স্পেনে একদিনে মৃত্যু হয়েছে ১৮৫ জনের। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ৬১৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৬০ জন। সবমিলিয়ে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৪ হাজার ৭১৮ জন।
করোনায় ভারতে একদিনে ১২৭ জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি প্রায় ১৭০০ বলে জানিয়েছে ওয়ার্ল্ডোমিটার।
করোনায় নতুন করে ব্রাজিলে ৫৭৮, ফ্রান্সে ৩৩০ মৃত্যু হয়েছে।
লকডাউন তুলে নেয়ার প্রায় এক সপ্তাহ পর স্কুলে ফিরলেন করোনার উৎপত্তিস্থল উহানের শিক্ষার্থীরা। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরেছেন কেবল হাই স্কুলের শিক্ষার্থীরা।
জুলাইয়ের প্রথম সপ্তাহে ন্যাশনাল কলেজ এন্ট্রান্স পরীক্ষা মাথায় রেখে এই সিদ্ধান্ত। করোনা আতঙ্ক বিবেচনায় সামাজিক দূরত্বের পাশাপাশি নিশ্চিত করা হচ্ছে পরিচ্ছন্নতার বিষয়টিও।
The post কোভিড-১৯: ৬১তম দিনে শনাক্ত ৭০৬ জন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2LbttVy
No comments:
Post a Comment