সাতক্ষীরা সদর উপজেলার মথুরাপুরে জেলা পরিষদের মেহগনি গাছ কেটে আত্মসাতের অভিযোগ উঠেছে। গাছ কেটে আত্মসাতের ঘটনায় লাবসা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন খোকন বাদি হয়ে ৩ জনের বিরুদ্ধে জেলা পরিষদ চেয়ারম্যানের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। গাছ কেটে আত্মসাতের ঘটনায় অভিযুক্তরা হলেন একই উপজেলার দেবনগর গ্রামের মৃত জবেদ আলির ফকিরের ছেলে জাকাত আলি, জাকাত আলির ছেলে সাঈদ আলি ও সরো আলি। লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে ২২ মে আখড়াখোলা সড়কের বাইপাস সংলগ্ন মথুরাপুর গ্রামের রাস্তার পাশে জেলা পরিষদের রোপনকৃত মেহগনি গাছ বর্তমান যার অনুমান মুল্য ৭০ সত্তর হাজার টাকা প্রকাশ্য দিবালোকে ২০১৩ সালে গাছকাটাসহ নাশকতার মামলা আসামী জাকাত আলি ও জাকাত আলির ছেলে সাঈদ আলি, সরো আলি গায়ের জোরে কেটে নিয়ে আত্মসাত করে। উক্ত গাছটি উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ও এলাকাবাসি। নিজস্ব প্রতিনিধি:
The post শহরতলীর মথুরাপুরে জেলা পরিষদের মেহগনি গাছ কেটে আত্মসাতের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Xr2ds6
No comments:
Post a Comment