Thursday, May 7, 2020

হোয়াইট হাউসে করোনার হানা, উদ্বিগ্ন ট্রাম্প https://ift.tt/eA8V8J

শেষ পর্যন্ত হোয়াইট হাউজে হানা দিয়েছে করোনাভাইরাস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিবারের ব্যক্তিগত কর্মকর্তা, মার্কিন নৌবাহিনীর একজন সদস্য প্রথম হোয়াইট হাউজ অন্দর মহলের সদস্য হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

বৃহস্পতিবার (৭ মে) হোয়াইট হাউসের এই সামরিক কর্মকর্তার শরীরে করোনা ধরা পড়েছে বলে নিশ্চিত করেছে নাতর্জাতিক বার্তা সংস্থা সিএনএন।

এতে বলা বলা হয়েছে, ওই কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় প্রেসিডেন্টের সংক্রমিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ওই কর্মকর্তা দেশটির এলিট সামরিক শাখার সদস্য, যাকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ও তার পরিবারের জন্য নিযুক্ত করা হয়। প্রতিনিয়ত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির কাজ করেন তিনি।

প্রেসিডেন্ট পরিবারের এই কর্মকর্তার করোনা আক্রান্ত হওয়ার খবর বুধবার পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সিএনএন বলছে, এই খবর পাওয়ার পর প্রেসিডেন্ট কিছুটা বিচলিত হয়ে যান। পরে হোয়াইট হাউসের চিকিৎসকরা একাধিকবার ওই কর্মকর্তার করোনা পরীক্ষা করলেও ফল আসে পজিটিভ।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে প্রেসিডেন্টের ওই কর্মীর করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিডলি বিবৃতিতে বলেছেন, আমরা সম্প্রতি হোয়াইট হাউসের মেডিক্যাল শাখার মাধ্যমে জানতে পেরেছি যে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন সদস্য, যিনি হোয়াইট হাউস চত্বরে কাজ করেন; তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

তিনি বলেন, পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের করোনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবং তাদের দু’জনের স্বাস্থ্য অত্যন্ত ভালো আছে।

হোয়াইট হাউসের একটি সূত্র সিএনএনকে বলেছে, ওই কর্মীর শরীরে করোনার লক্ষণ দেখা দেয় বুধবার সকালে। সেই সময়ে জানানো হয়, প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একজন করোনায় আক্রান্ত হয়েছেন। নৌবাহিনীর ওই কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন।

The post হোয়াইট হাউসে করোনার হানা, উদ্বিগ্ন ট্রাম্প appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3duLzyi

No comments:

Post a Comment