সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৬৫ গ্রাম গাজা ও ৭০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কালিগঞ্জের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মোঃ আলী সরদারের ছেলে মোঃ হাসুনুজ্জামান (২০) এবং মৌতলার মৃত আলী আহমেদ এর স্ত্রী মঞ্জুরা খাতুন (৫৫)।
পুলিশ জানায়, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পৃথক পৃথক জায়গা থেকে উক্ত মাদকদ্রব্যসহ ঐ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে। অনলাইন ডেস্ক:
The post কালিগঞ্জ থানায় ১৬৫ গ্রাম গাজা ও ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3fQrQuS
No comments:
Post a Comment