Saturday, May 9, 2020

করোনাকালে বিশ্বে জন্ম নেবে ১১ কোটি ৬০ লাখ শিশু, বাংলাদেশে ২৪ লাখ, ভারতে ২ কোটি https://ift.tt/eA8V8J

ইউনিসেফ বলেছে, করোনা ভাইরাস মহামারির শুরু থেকে ৯ মাসের মধ্যে বিশ্বে জন্ম নেবে ১১ কোটি ৬০ লাখ শিশু। ১১ই মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত ৪০ সপ্তাহে এসব শিশু জন্ম নেবে। এর মধ্যে চারভাগের একভাগের জন্ম হবে দক্ষিণ এশিয়ায়। তার মধ্যে বাংলাদেশে জন্ম নেবে ২৪ লাখ শিশু। পাকিস্তানে ৫০ লাখ। আফগানিস্তানে ১০ লাখ। আর ভারতে জন্ম নেবে ২ কোটি শিশু। এ অঞ্চলে এ সময়ে সবচেয়ে বেশি শিশু জন্ম নেবে ভারতে।

এ নিয়ে ৬ই মে ইউনিসেফ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে আরো বলা হয়েছে, লকডাউনের ফলে স্বাস্থ্য ব্যবস্থায়ও বিঘ্ন সৃষ্টি হবে। অন্তঃসত্ত্বা লাখ লাখ মা ও তাদের শিশুরা পড়বে বিরাট ঝুঁকিতে।

ওই রিপোর্টে আরো বলা হয়েছে, করোনা ভাইরাসের জন্য লকডাউন ও কারফিউয়ের ফলে সারাবিশে^র স্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, সরবরাহ ও সরঞ্জামের সঙ্কট দেখা দিয়েছে। শিশু জন্মে সহায়তাকারী দক্ষদের পর্যাপ্ত সঙ্কট দেখা দিয়েছে। তাদের স্থানে নেয়া হয়েছে করোনা রোগীদের সেবাদানকারীদের। এ অবস্থায় দক্ষিণ এশিয়ার এসব নতুন মায়েরা এবং নবাগত শিশুদেরকে কঠিন এক বাস্তবতার মুখে পড়তে হবে। ইউনিসেফ বলেছে, যদিও তথ্যপ্রমাণ রয়েছে যে, গর্ভবর্তী মায়েরা অন্যদের থেকে কোভিড-১৯ এ বেশি আক্রান্ত হচ্ছেন না, তা সত্ত্বেও তাদের সন্তান প্রসবের পূর্ববর্তী, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সেবা নিশ্চিত করা উচিত এসব দেশের।

ওই রিপোর্টে আরো বলা হয়, অসুস্থ নবাগত শিশুদের জরুরি স্বাস্থ্যসেবা প্রয়োজন। কারণ, তারা মৃত্যুর উচ্চ ঝুঁকিতে থাকে। তাই নতুন সন্তান আসতে যাচ্ছে যেসব পরিবারে, সেখানে মায়েদের স্বাস্থ্য ও অন্যান্য সেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। সন্তানকে বুকের দুধ দেয়া শুরু করতে উদ্বুদ্ধ করার কথা বলা হয়েছে। মায়েরা যাতে চিকিৎসা, টীকা ও পুষ্টিকর খাবার পান তার সন্তানের সুস্বাস্থ্যের জন্য তা রক্ষা করতে বলা হয়েছে।

ওই রিপোর্টে অন্তঃসত্ত্বা মায়ের প্রতি সামাজিক দূরত্ব মেনে চলতে পূর্ব সতর্কতা দেয়া হয়েছে। বলা হয়েছে, তাদেরকে জনগণের সমাগম হয় এমন স্থান এড়িয়ে চলা উচিত। তবে স্বাস্থ্যসেবার জন্য তারা অনলাইন ব্যবহার করতে পারেন। যদি তারা করোনায় আক্রান্ত হনও তবু সন্তানকে বুকের দুধ পান করাতে পরামর্শ দেয়া হয়েছে। কারণ, এখন পর্যন্ত বুকের দুধে করোনা ভাইরাসের নমুনা পাওয়া যায় নি। সন্তানকে বুকের দুধ দেয়ার সময় মাকে মুখে মাস্ক পরতে বলা হয়েছে। বলা হয়েছে, সন্তানকে ধরার আগে ও পরে হাত ভাল করে ধুয়ে নিতে হবে।

The post করোনাকালে বিশ্বে জন্ম নেবে ১১ কোটি ৬০ লাখ শিশু, বাংলাদেশে ২৪ লাখ, ভারতে ২ কোটি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/35HxjPZ

No comments:

Post a Comment