কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা ও বিনামূল্যে লক্ষণ ভিত্তিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
স্বাস্থ্যনিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার (১৬মে) সকাল ১০টায় কলেজের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।
করোনাভাইরাসের প্রেক্ষিতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের এরূপ ভূমিকার ভূয়সী প্রশংসা করে মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন- ‘ভ্রাম্যমান মেডিকেল টিমের মাধ্যমে প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে যাদের করোনা লক্ষণ বা উপসর্গ আছে সেসকল প্রান্তিক মানুষের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করতে হবে। তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে, করোনা ভয় দূর হবে, করোনা সম্পর্কে আরো সচেতন হতে পারবে।’
এসময় তিনি কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০টি পিপিই (পার্সোনাল প্রোটেকটিভ ইকুয়েপমেন্ট) ও ২বক্স মাস্ক প্রদান করেন।
অধ্যক্ষ ডাক্তার এমএ বারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী ও ডাক্তার আনিসুর রহমান।
ভিডিও কনফারেন্সে যুক্ত হন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান দিলীপ কুমার রায়, রেজিস্টার কাম সেক্রেটারি জাহাঙ্গীর আলম ও খুলনা বিভাগীয় বোর্ড সদস্য আনিসুর রহমান মিন্টু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ডাক্তার হাবিবুর রহমান।
এসময় অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি:
The post করোনা: কলারোয়া হোমিওপ্যাথিক কলেজে চিকিৎসা কার্যক্রম উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Z8pode
No comments:
Post a Comment