Wednesday, May 6, 2020

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার https://ift.tt/eA8V8J

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ফলে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৬৩ হাজারে। আর আক্রান্ত প্রায় ৩৭ লাখ মানুষ। এছাড়া বিশ্বজুড়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখেরও বেশি মানুষ। ৭৩ হাজার মৃত্যু নিয়ে প্রাণহানিতে সব দেশকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্র।

ইতালিতে একদিন পর কিছুটা বেড়েছে প্রাণহানি। নতুন করে ৩৬৯ জনের মৃত্যুর পর, দেশটিতে প্রাণহানি সাড়ে ২৯ হাজার। সৌদি আরবে আরো ১ বাংলাদেশিসহ মারা গেছে ৯ জন। এ নিয়ে দেশটিতে ৬৬ বাংলাদেশিসহ মৃত্যু ২০৯ জনের। আক্রান্ত ৩১ হাজার ছাড়িয়েছে।

ভারতে একদিনে সর্বোচ্চ ৮৫ বিএসএফ জওয়ান করোনায় আক্রান্ত। চতুর্থ দিনের মতো রাশিয়ায় আরো ১০ হাজার করোনায় আক্রান্ত হয়েছেন। ইয়েমেনে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত ৩ জন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, সংক্রমণ ঠেকাতে না পারলে লকডাউনে থাকাই শ্রেয়।

The post বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YFV35x

No comments:

Post a Comment