Sunday, May 10, 2020

চলে গেলেন নির্মাতা-অভিনেতা রানা হামিদ https://ift.tt/eA8V8J

চলে গেলেন ঢালিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা রানা হামিদ।
শনিবার রাত সোয়া এগারোটায় রাজধানী শ্যামলীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ…রাজিউন)। অভিনয় ও নির্মাণের পাশাপাশি তিনি চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ছিলেন।
এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন তিনি। পাকস্থলিতে ক্যান্সার ও কিডনি জটিলতায় ভুগছিলেন এই অভিনেতা ও নির্মাতা।
এক সময় তিনি বেশকিছু চলচ্চিত্রে অভিনয় ও নির্মাণ করেছিলেন। এর মধ্যে আলোচিত চলচ্চিত্রগুলো হলো ‘সন্ত্রাসী রাজা’, ‘ক্ষমতাবান’, ‘মাসুদ রানা এখন ঢাকায়’ ও ‘ঢাকার রানী’। নেত্রকোনায় জানাজা শেষে নিজ গ্রামে তাকে আজ দাফন করা হবে।

রানা হামিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিনোদন ডেস্ক:

The post চলে গেলেন নির্মাতা-অভিনেতা রানা হামিদ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/35NtVmC

No comments:

Post a Comment