ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে শেখ হাসিনার সরকার কঠোর অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যারা দলীয় পরিচয়ে অনিয়ম করবে তারা কোন ছাড় পাবে না উল্লেখ করে তিনি বলেছেন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের শুদ্ধি অভিযান এখনও চলমান।
সোমবার তিনি তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস বিস্তার রোধ করতে সরকার চিকিৎসা ক্ষেত্রেও সক্ষমতা বাড়িয়েছে।
তিনি বলেন,সম্মুখ সারিতে তারুণ্যের শক্তি হিসেবে নতুন ডাক্তার ও নার্স যুক্ত হওয়ায় করোনা প্রতিরোধ লড়াইয়ে নতুন গতির সঞ্চার হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশ যখন করোনার করাল গ্রাসে বিপর্যস্ত তখন জনগণের প্রত্যাশা ছিলো বিএনপি ত্রাণ সাহায্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু তারা তা না করে তাদের নেতাকর্মীদের ঈদ উপহার কিনে দিচ্ছে, এই দুর্যোগে যা কোন ভাবেই প্রত্যাশিত নয়।
The post ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে: ওবায়দুল appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3bmVDaM
No comments:
Post a Comment