Wednesday, May 6, 2020

নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সঙ্কেত https://ift.tt/eA8V8J

দেশে বেড়েছে ঝড়-বৃষ্টির পরিমাণ।

বুধবার (৬ মে) দেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ৯টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ- হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

The post নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সঙ্কেত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/35ABAod

No comments:

Post a Comment