করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে ফের ২৪ ঘন্টায় ১৬৩৫ জনের মৃত্যু হয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির গতকাল শুক্রবারের (৮ মে) তথ্য জানাচ্ছে, মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭৭ হাজার ১৭৮ জনের।
সে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৮৩ হাজার ৮২৯ জন। মোট আক্রান্তের সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৭৪ হাজার মানুষ। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যা ৩২ কোটির সামান্য বেশি।
চলতি সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় প্রায় ১ হাজারে এসে ঠেকেছিল করোনায় মৃত্যু। আশার আলো দেখতে শুরু করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু কোথায় কী? ফের সেই সংখ্যা পৌঁছে গেছে প্রায় আড়াই হাজারে। রেহাই নেই যুক্তরাষ্ট্রের।
যুক্তরাষ্ট্রের পরেই মৃত্যুর তালিকায় রয়েছে ইতালি, ব্রিটেনের মত বিশ্বের প্রথম সারির দেশগুলি। সারা বিশ্ব জুড়ে এই ভাইরাস প্রাণ কেড়েছে আড়াই লাখের বেশি মানুষের, আক্রান্ত হয়েছেন ৩৫ লাখের বেশি মানুষ। পরিস্থিতি এগোচ্ছে ভয়ংকরের দিকে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনা ভ্যাকসিন যুক্তরাষ্ট্র হাতে পাবে এবছরের মধ্যেই। ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে ফক্স নিউজের ‘টাউন হল’ নামক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি আশা করেন এ বছরের শেষের মধ্যে যুক্তরাষ্ট্রের যাতে চলে আসবে করোনা ভাইরাসের ভ্যাকসিন।
তবে ইতিমধ্যে হোয়াইট হাউসেও হয়েছে করোনার হামলা। গতকাল শুক্রবার প্রেসিডেন্ট মাইক পেন্সের সহযোগী আক্রান্ত হন মারণ ভাইরাসে। এর ঠিক আগেই হোহাইট হাউসে কর্মরত মার্কিন নেভির এক সদস্যের শরীরে করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। এরপরই পেন্সের সহযোগী তথা প্রেস সেক্রেটারি কেটো মিলার আক্রান্ত করোনায়। যদিও ভয়ের কিছু নেই বলেই জানিয়েছেন কর্মকর্তারা।
The post করোনার আগ্রাসন: যুক্তরাষ্ট্রে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2SOQH8y
No comments:
Post a Comment