Friday, May 15, 2020

পাটকেলঘাটা থানা এলাকায় প্রবেশপথে চেকপোস্ট স্থাপন https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সরকার ঘোষিত বিশেষ ব্যতিক্রম (পরিপত্রে উল্লিখিত) ব্যতীত সাতক্ষীরা জেলায় অন্য জেলা ও উপজেলা হতে মানুষ ও যানবাহন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আন্তঃজেলা ও উপজেলা সীমান্ত প্রবেশ দ্বারে সার্বক্ষণিক চেকপোস্ট থাকবে। জেলা প্রশাসন, জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এনজিও কর্মী স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি দায়িত্ব পালন করবেন। নিষেধাজ্ঞা ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ১৪ মে সাতক্ষীরা জেলা প্রশাসনের এক প্রেসনোটে এই সিদ্ধান্ত জানানো হয়। এদিকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ১৫ মে শুক্রবার বেলা ১ টার সময় তালার উপজেলার ত্রিশমাইল হতে ধানদিয়া চৌরাস্তা সড়কের পাটকেলঘাটা থানার সীমানার হযরতের মোড়ে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্ট স্থাপনকালে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা থানার এসআই কালাম, এএসআই সুব্রত, সাংবাদিক মামুন হোসেন, ধানদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম, দফাদার জান্নাতুল ফেরদাউসসহ অন্যান্য গ্রাম পুলিশ সদস্য। অনলাইন ডেস্ক:

The post পাটকেলঘাটা থানা এলাকায় প্রবেশপথে চেকপোস্ট স্থাপন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3617zOB

No comments:

Post a Comment