বাঙালির মানসপটে রবিঠাকুর আজ সদায় বিরাজমান
শান্তিনিকেতনের অপূর্ব মেলবন্ধনে সকলে ভিড় জমান।
বাঙালি অধ্যুষিত শহর লোকালয়ে আবৃত্তি আর গানে
বৈশাখ জুড়ে রবি মাস পালিত হয়, শিহরণ জাগে প্রাণে।
.
উৎসবের কোন আকার নেই এ মাসে সর্বত্র রব ওঠে
রবীন্দ্র সদন ঠাকুরবাড়ি দেখতে পর্যটকরা যায় ছুটে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক আর গুরুদেব কবিগুরু
সাহিত্য সমৃদ্ধ করতে তিনি প্রাণপণে কাজ করেন শুরু।
.
তাঁর সাহিত্যকর্ম-সঙ্গীত, জীবনদর্শন আর মানবিক ভাবনা
সত্যিকার বাঙালিয়ানা হয়ে উঠতে যুগিয়ে যাচ্ছে প্রেরণা।
কবিগুরুর ছোঁয়ায় ভাষা ও সাহিত্য পৌঁছেছে মনিকোঠায়
ভাষা বিকাশের চুড়ান্ত সোপানে তিনি, পড়ি যখন যেথায়।
.
সময়ের চেয়ে একধাপ এগিয়ে সবকিছু ভাবতেন যিনি
সাহিত্য সাফল্যের নেপথ্যে বিশ্বকবি অভিধায় ভূষিত তিনি।
The post গুরুদেব কবিগুরু/ গোলাম রহমান ব্রাইট appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3cxbuFp
No comments:
Post a Comment