Tuesday, May 5, 2020

কর্মরত সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

করোনাকালে সাংবাদিকদের সুরক্ষায় এগিয়ে এলেন বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিই বাংলাদেশের স্যানিচেশন মার্কেটিং সিস্টেমস প্রকল্পের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ম্যানেজার মো: ইমরান নিজামী। তার দেওয়া মাস্ক ও হ্যান্ড গ্লোভস করোনা পরিস্থিতির মাধ্যে জেলায় কর্মরত সাংবাদকর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ মে) দুপুরে দৈনিক পত্রদূত কার্যালয়ে পত্রদূতের উপদেষ্টা মন্ডলীর সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম কর্মরত সাংবাদিকদের হাতে মাস্ক ও হ্যান্ড গ্লোভস তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বার্তা সম্পাদক এসএম শহিদুল ইসলাম, সাংবাদিক সাখাওয়াত উল্যাহ, এম জিললুর রহমান, এড. বদিউজ্জামান, আমিরুজ্জামান বাবু, আব্দুস সামাদ, বেলাল হোসেন, আসাদুজ্জামান সরদার, আব্দুর রহিম, আমিনুর রহমান প্রমুখ।
বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিই বাংলাদেশের স্যানিচেশন মার্কেটিং সিস্টেমস প্রকল্পের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ম্যানেজার মো: ইমরান নিজামী জেলা কর্মরত সাংবাদিকদের সুরক্ষার জন্য নিজ অর্থায়নে ঢাকা থেকে এসব সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন।

নিজস্ব প্রতনিধি:

The post কর্মরত সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2SG1iCC

No comments:

Post a Comment