কৈলাশে একটি সড়ক নির্মাণ নিয়ে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারত ও নেপালের মধ্যে। উত্তরাখন্ডের লিপুলেক পাস দিয়ে একটি নতুন সড়ক নির্মাণ করছে ভারত। কিন্তু ওই জায়গা নিজেদের দাবি করে কাঠমান্ডু। ফলে সোমবার নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার কাছে ক্ষোভ প্রকাশ করে নেপাল। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
হিমালয়ের পাদদেশে ধারচুলায় ১৭,০০০ ফুট উচ্চতায় চীন সীমান্তের কছে ৮০ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণকাজ উদ্বোধন করেছে ভারত গত শুক্রবার। কিন্তু এই জায়গাটির মালিকানা দাবি করে নেপালও।
ফলে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার টুইট করা হয়েছে। তাতে বলা হয়েছে, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন খাত্রার সঙ্গে বৈঠকে ওই সীমান্ত ইস্যুতে নেপাল সরকারের অবস্থান তুলে ধরেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গাওয়ালিক। এর প্রেক্ষিতে তিনি ভারতীয় রাষ্ট্রদূতের হাতে একটি কূটনৈতিক নোট হস্তান্তর করেছেন।
রিপোর্টে বলা হয়েছে, ১৮১৬ চুক্তির অধীনে ওই লিপুলেক পাসের দাবি করে নেপাল। শুক্রবার সড়ক নির্মাণ উদ্বোধন হওয়ার পরে শনিবারে এ কর্মকান্ডকে ভারতের একতরফা কার্যকলাপ বলে এর নিন্দা জানায় নেপাল। বলা হয়, দুই দেশের মধ্যে যে বোঝাপড়া আছে এই কর্মসূচি তার বিরুদ্ধে। সীমান্ত বিষয়ক যেকোনো সমস্যা সমঝোতার মাধ্যমে সমাধান করা যায়।
কিন্তু জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই সড়কটি পুরোপুরিই ভারত সীমান্তের ভিতরে পড়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কৈলাশ মানব সরোবর যাত্রায় তীর্থযাত্রীরা আগে থেকেই এই রুট ব্যবহার করতেন। বর্তমান প্রকল্পের মাধ্যমে এই সড়কটি তীর্থযাত্রী, স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীদের কর্মকান্ডকে আরো সহজ করবে। সীমান্ত বিষয়ক যেকোনো সমস্যা সমাধানে মেকানিজম স্থাপন করেছে ভারত ও নেপাল। নেপালের সঙ্গে সীমানা চিহ্নিতকরণ কাজ চলছে। ভারত সীমান্ত বিষয়ক সমস্যা কূটনৈতিক সংলাপের মাধ্যমে এবং নেপালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। তিব্বতের কৈলাশ মানবসরোবর সফরে যাওয়া তীর্থযাত্রীদের সাহায্য করার জন্য ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওই সড়কের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
উল্লেখ্য, ভারত ও চীন উভয় দেশের সঙ্গেই সীমান্ত নিয়ে বিরোধ আছে নেপালের। ২০১৫ সালে লিপুলেককে উভয় দেশ দ্বিপক্ষীয় বাণিজ্যিক রুট হিসেবে বিবৃতি দেয়ার পর এর প্রতিবাদ জানিয়েছিল নেপাল। এ ছাড়া কালাপানি অঞ্চলও নিজেদের বলে দাবি করে কাঠমান্ডু। এই অঞ্চলটিও লিপুলেকের পাশে। তবে ওই অঞ্চলে ভারত ও চীনের মধ্যে ১৯৬২ সালের যুদ্ধের পর মোতায়েন রয়েছে ভারতীয় সেনা। গত বছর কালাপানিকে নিজেদের সীমান্তের ভিতর দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করে ভারত। তবে এ উদ্যোগেরও বিরোধিতা করেছে নেপাল।
The post ১৭,০০০ ফুট উচ্চতায় সড়ক নির্মাণ নিয়ে ভারত-নেপাল কূটনৈতিক উত্তেজনা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3bthpcZ
No comments:
Post a Comment