বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। সুস্থতার সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৫ হাজারের বেশি মানুষ। শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ১৭ লাখ ৫৮ হাজার ৩৯ জন। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ২৪২ জন, স্পেনে এক লাখ ৮৮ হাজার ৯৬৭ জন, ইতালিতে এক লাখ ২০ হাজার ২০৫ জন, ফ্রান্সে ৬০ হাজার ৪৪৮ জন। ইরানে সুস্থ হয়েছেন ৯১ হাজার ৮৩৬ জন। তুরস্কে সুস্থ হয়েছেন এক লাখ ৬ হাজার ১৩৩ জন।
বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫১ হাজার ৭০০ জন।
শনিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৮ হাজার ৬৪৫ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ২৮ হাজার ৩৫৬ জন। অপরদিকে ১৭ লাখ ৫৮ হাজার ৩৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
The post করোনা থেকে সুস্থ সাড়ে ১৭ লাখ মানুষ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2WCLjaP
No comments:
Post a Comment