ইলিয়াস, তালা (সদর): সাতক্ষীরা তালা মাগুরার দায়িত্বপ্রাপ্ত সহকারী নায়েব আব্দুল জলিলের বিরুদ্ধে করোনায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার কার্যক্রম যাচাই বাছাইয়ের নাম করে ঘুষ গ্রহণকালে জনতার কাছে আটক হয়েছে। তবে জনপ্রতিনিধির হস্তক্ষেপে মুক্ত হয়েছেন তিনি।
১২ মে ঘটনার বিবরণে জানা যায়, করোনায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার জন্য অসহায় মানুষের আর্থিকভাবে সাহয্যের জন্য তালিকা তৈরী করা হয়েছে। তালিকা সঠিকভাবে নিরুপন করা হয়েছে কিনা সেটা দেখার জন্য তালা উপজেলা প্রতিটি ওয়ার্ডে একজনকরে সরকারি কর্মকর্তা নিয়োগ করা হয়। সেই ধারাবাহিকতায় তালা মাগুরা ৯ নং ওয়ার্ডে রঘুনাথপুর গ্রামে তদন্তকরার ভার পড়ে তালা মুড়াখুলিয়া গ্রামের শেখ তায়েজুল ইসলামের পুত্র মাগুরার সহকারী নায়েব আব্দুল জলিলের উপর। নায়েব আব্দুল জলিল সেই সুযোগে সরকারী সহায়তার বয়স্কভাতা, বিধবাভাতা, ভিজিটিকার্ড, ১০টাকা দরে ৩০কেজি চাল ক্রয়ের কার্ডসহ যে সকল পরিবার ভাতা পায় তাদের তদন্তকরার নাম করে একাধিক মানুষের নিকট হতে এক হাজার হতে ৩ হাজার টাকা পর্যন্ত কয়েক হাজার আদায় করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনগণ তাকে আটক করে রাখে। উল্লেখ্য যে, তিনি দুর্নীতির কারণে কয়েকবার সাজা খেটেছেন বলে জানা যায়।
এ বিষয়ে রঘুনাথপুর গ্রামের বেলায়েত গাজীর স্ত্রী শাহিদা বেগম (৬০) বলেন, আমার নাম তালিকা থেকে বাদ দেয়ার হুমকি দিয়ে আমার বিকট হতে ১হাজার টাকা নেয়। একই এলাকার মৃত শামসু শেখের পুত্র রাজু শেখ (৩৩) বলেন, নায়েব জলির তালিকা হতে নাম কেটে দেয়ার ভয় দেখিয়ে আমার কাছ থেকে ১হাজার টাকা নিয়েছে। রঘুনাথপুরের গফুর বলেন, নায়েব জলিল আমার নামে কার্ড করে দেবে বলে ১ হাজার টাকা এবং লিচু নিয়েছে।
এবিষয়ে রগুনাথপুর ওয়ার্ডের মেম্বর ইয়াছিন শেথ বলেন, নায়েব জলিল কার্ড দেয়ার নাম করে যে, টাকা নিয়েছে সেটা সম্পূর্ণ সত্য ঘটনা। এলাকা হতে টাকা নেওয়ার সময় এলাকার লোকজন তাকে আটক করে মারধোর করতে যায়। আমি সাথে সাথে ইউপি চেয়ারম্যানসহ উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনকে জানায়।
এ বিষয়ে, মাগুরা ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রেহেনা বেগম জানায় ঘটনা সত্য। শাহিদা বেগমের কাছে নায়েব জলিল টাকা চাইলে শাহিদা বেগম আমার কাছ থেকে ধার দিয়ে তার পরে নায়েব জলিলকে দেয়। তিনি আরও বলেন, নায়েব জলিলের সাথে আরও ছিলেন এলাকার জাহান আলী মোড়লের পুত্র আকবর আলী মোড়ল।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান গণেষ চন্দ্র বলেন, ঘটনা সম্পূর্ণ সত্য। সহকারী নায়েব মানুষের নিকট হতে কার্ডের যাচাই বাচাই এবং মানবিক সাহায্য দেওয়ার নাম করে টাকা গ্রহণ করে। এসময় এলাকার লোকজন তাকে আটক করলে পরিস্থিতি খারাবের কথা ভেবে মেম্বর ইয়াছিন শেখকে নায়েব জলিলকে উদ্ধার করে আমার কাছে আনতে বলি।
এবিষয়ে সহকারী নায়েব মো. আব্দুল জলিল বলেন, বিষটির সাথে আমি জড়িত না। ইউপি মেম্বর সব জানেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, সহকারী নায়েব জলিলের সম্পর্কে আমি শুনেছি। তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা অতিদ্রুত সেটা জানতে পারবেন।
The post তালায় জনতার হাতে সহকারী নায়েব আটক: জনপ্রতিনিধির হস্তক্ষেপে মুক্ত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2zwGGWz
No comments:
Post a Comment