বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে আজ শনিবার পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৪০ লাখ ১২ হাজার ৮৪৮ জন। তাদের মধ্যে বর্তমানে ২৩ লাখ ৫১ হাজার ৪৪৮ জন চিকিৎসাধীন এবং ৪৮ হাজার ৬৯৯ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৩ লাখ ৮৫ হাজার ১৮৪ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে দুই লাখ ২৩ হাজার ৬০৩ জন, স্পেনে এক লাখ ৬৮ হাজার ৪০৮, জার্মানিতে এক লাখ ৪১ হাজার ৭০০, ইতালিতে ৯৯ হাজার ২৩, তুরস্কে ৮৬ হাজার ৩৯৬, ইরানে ৮৩ হাজার ৮৩৭, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৪৬ এবং ফ্রান্সে ৫৫ হাজার ৭৮২ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া ব্রাজিলে ৫৯ হাজার ২৯৭ জন, কানাডায় ৩০ হাজার ৪০৬, সুইজারল্যান্ডে ২৬ হাজার ১০০, রাশিয়ায় ২৬ হাজার ৬০৮, মেক্সিকো ২০ হাজার ৩১৪, অস্ট্রিয়ায় ১৩ হাজার ৮৩৬, বেলজিয়ামে ১৩ হাজার ২০১, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৫৬৮, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ১২২ ও মালয়েশিয়ায় চার হাজার ৮৬৪ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং দুই লাখ ৭৬ হাজার ২১৬ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)
The post করোনা থেকে সেরে উঠেছে ১৩ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2LfiCtO
No comments:
Post a Comment