Friday, May 15, 2020

আবারো এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব https://ift.tt/eA8V8J

দেশীয় চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামানকে নিয়ে আবারো মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। বিষয়টি নিয়ে বরাবরের মতো ফের বিব্রত তার পরিবার। বিশিষ্ট এই অভিনেতা বর্তমানে নিজ বাসাতেই আছেন এবং সুস্থ আছেন। এ খবর নিশ্চিত করেছেন তার মেয়ে কোয়েল আহমেদ। তিনি বলেন, এ পর্যন্ত আমার বাবাকে নিয়ে এতবার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে যে আমাদের পুরো পরিবার এতে বিব্রত। বিশেষ করে প্রতি রমজানে এই রকম মিথ্যা খবর বেশি নাড়াচাড়া দিয়ে ওঠে। তিনি বর্তমানে ভালো আছেন এবং নিজ বাসাতেই আছেন। আজ ইফতারের পর এ নিয়ে এত এত ফোন কল এসেছে যে আমি নিজেই আতঙ্কিত হয়েছি।

এর আগেও এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছে বেশ কয়েকবার। প্রসঙ্গত, ১৯৪১ সালের ১০ই সেপ্টেম্বর পুরান ঢাকায় জন্ম নেওয়া এ অভিনেতার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৬৮ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘এতটুকু আশা’ সিনেমার মধ্য দিয়ে। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। অভিনয়ের বাইরে পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিত।

The post আবারো এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cOacFS

No comments:

Post a Comment