সাতক্ষীরায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষের মাঝে দুই মাস ধরে বিনামূল্যে সবজি বিতরণ করে প্রশংসায় ভাসছেন নব্বইয়ের দশকের ছাত্রনেতাশেখ এজাজ আহমেদ স্বপন। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় পরিষদ সদস্য, মুজিব আদর্শের এ সৈনিক এখন একজন সফল ব্যবসায়ী। রাজনীতির মাঠ ছাড়েননি তিনি। ‘৮০ ও ‘৯০ দশকের সাবেক ছাত্রদের নিয়ে গঠিত সংগঠনের তিনি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব ও ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী এ্যাসোসিয়েশনের আহ্বায়ক। ২০০০ সালের ভয়াবহ বন্যার সময় সেঞ্চুরী একাডেমীর ব্যানারে তিনি শুকনা খাবার, রুটি ও গুড় বন্যা দুর্গতদের কাছে পৌছে দেন। মহামারী করোনার ছোবলে অসহায়দের পাশে আবারও সেঞ্চুরী একাডেমীর ব্যানারে তিনি প্রতিদিন সহস্রাধীক মানুষের কাছে পৌছে দিচ্ছেন টাটকা শাক-সবজি।৭ এপ্রিল থেকে তার এ কার্যক্রম শুরু হয়ে বর্তমানেও অব্যাহত আছে। ঈদ উপলক্ষে ৭ দিন বিরতি দিয়ে আবারও শুরু করেছেন বিনামূল্যে সবজি বিতরণ কার্যক্রম।

এজাজ আহমেদ স্বপন বলেন, সেঞ্চুরী একাডেমীর পক্ষ থেকে বিনামূল্যে সবজি বিতরণ শুরু করার পর আরও অনেক প্রতিষ্ঠান ও সংগঠন উদ্দীপ্ত হয়ে তারাও অনেকে কাজ করছেন। ফলে গরীব অসহায় দুস্থ মানুষ উপকৃত হচ্ছেন। ইতোমধ্যে সবার সবার মুখে মুখে এজাজ আহমেদ স্বপন মানবতার ফেরিওয়ালা নামে পরিচিতি লাভ করেছেন। প্রান্তিক চাষীদের কাছ থেকে সবজি ক্রয় করার কারণে তারাও উপকৃত হচ্ছেন।এজাজ আহমেদ স্বপন বলেন, শুধু সবজি বিতরণ নয়, তিনি সবজির বীজ বিতরণ কর্মসূচি গ্রহণ করেছেন। ঘূর্ণিঝড়েরর আঘাতে লন্ডভন্ড উপকূলীয় অঞ্চলকে ফুলে-ফলে ভরে তুলতে বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ বিতরণ করছেন। চাহিদা অনুযায়ী যত বীজ লাগবে তিনি তা বিতরণ করবেন বলে জানান।এদিকে ‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’ এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তুলতে এক লাখ বৃক্ষ বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন, সবুজ পরিবেশ আন্দোলনের কর্মি সামসুদ্দিন গজনবী বাবলু, সালাউদ্দিন রানা, মোহাম্মদ কুদ্দুস, জাহিদুর রহমান, মিল্টন, মহাদেবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সাবেক ছাত্রনেতা এজাজ আহমেদ স্বপন বলেন, অসহায় মানুষকে সেবা দেওয়ার চেয়ে বড় আনন্দ আর নেই। নেতা হওয়ার জন্য নয়, মানুষের সুখ দুঃখের সাথী হিসেবে তাদের পাশে থাকতে চাই। মানুষের ভালোবাসায় আমি সিক্ত। সমাজের সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে একটি সুন্দর সমাজ তথা দেশ গড়ে উঠবে।
এসএম শহীদুল ইসলাম
The post দুইমাস ধরে বিনামূল্যে সবজি বিতরণ করছেন সাবেক ছাত্রনেতা স্বপন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2zOCgep
No comments:
Post a Comment