Thursday, June 25, 2020

করোনাভাইরাসে আক্রান্ত কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক এস কে সমীর সুস্থ হয়েছেন https://ift.tt/eA8V8J

গত ১৮ ও ২২ জুন পরপর দুইবার করোনা টেস্টে তার রেজাল্ট নেগেটিভ আসে। এর আগে গত ৩ জুন নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

এস কে সমীর বলেন, ডাক্তারের তত্ত্বাবধানে নিজ ঘরে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছি। ফলে পরিবার ও প্রতিবেশীদের জন্য ক্ষতির কারণ হইনি।

করোনা অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, উপর আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন। করোনার দিনগুলোতে অনেক কিছু শিখেছি, দেখেছি এবং উপলব্ধি করেছি। করোনাভাইরাস এমন একটি রোগ যা মানুষকে একাকী করে দেয়। পরম আত্মীয়কে দূরে ঠেলে দেয়, স্ত্রী-সন্তানকেও কাছে টানতে দেয় না।

এস কে সমীর বলেন, আমার আট বছরের সন্তানের কান্না শুনেছি। কিন্তু তার সংস্পর্শে যাওয়া দূরে থাক দরজা খুলে দেখতেও পারিনি। প্রতিটি মুহূর্ত যেন মৃত্যু তাড়িয়ে বেড়ায়, চারদিকে আতঙ্ক। করোনা আক্রান্ত মানুষদের মৃত্যু সংবাদ শুনে একা ঘরে কলিজা কেঁপে উঠত। এই অভিশপ্ত রোগে যে আক্রান্ত হয়েছে সে ছাড়া এর ভয়াবহতা কেউ বুঝতে পারবে না। শুধু শারীরিক কষ্ট নয়, করোনা আইসোলোটেড মানুষটাকে ভয়াবহ নিঃসঙ্গতার মুখোমুখি দাঁড় করে।

তিনি বলেন, আমার পরিবার, আত্মীয়-স্বজন ও যে সব বন্ধুরা ফোনে, ফেসবুকে আমাকে সঙ্গ দিয়েছেন, সাহস দিয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। বিশেষ করে আমার স্ত্রী রুনার কথা না বললেই না। করোনায় আক্রান্ত হয়েছিলাম আমি আর এই পুরো সময়টাতে অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন তিনি। এক হাতে তিনি সবকিছু যেভাবে সব সামলেছেন- একজন করোনাযোদ্ধা হিসেবে তাকে আমার সেলুট জানাতেই হয়।

করোনাকালে হোম আইসোলেশনের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, আমি ঘরের ভিতর দৈনন্দিন কাজকর্ম চালিয়ে গেছি। ঘর পরিচ্ছন করা থেকে শুরু করে ফুসফুস ও শরীর ঠিক রাখার জন্য নিয়মিত ব্যায়াম করেছি। আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় আমি নতুন জীবন পেয়েছি।

ডক্টর কে এম জাকারিয়ার তত্ত্বাবধানে হম আইসোলেশনে ছিলেন এস কে সমীর। ডা. জাকারিয়ার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে বলেন, তিনি নিয়মিত আমাকে ভিডিও কলের মাধ্যমে পর্যবেক্ষণ করেছেন। সাহস যুগিয়েছেন। তার কাছে কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই আমার, আল্লাহপাক তাকে তার পরিবারসহ ভালো রাখুন সেই দোয়া করি।

সময়ের ব্যস্ততম সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী এস কে সমীরের গাওয়া ‘ঘরে থাকো প্লিজ’ শিরোনামে করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক একটি গান প্রকাশ হয় গত রোজায়। তখন তিনি বলেন, এই মুহূর্তে ঘরে থাকার কোনো বিকল্প নেই। করোনা যুদ্ধে জয় লাভের জন্য সবাই যেন ঘরে থাকেন সে আহ্বান জানাতেই আমার এ গান।

করোনা আক্রান্ত সময়ের পর নতুন জীবনে সুর ও সঙ্গীতে আরও মগ্ন হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এস কে সমীর।

The post করোনাভাইরাসে আক্রান্ত কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক এস কে সমীর সুস্থ হয়েছেন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31bK1pT

No comments:

Post a Comment