করোনায় লকডাউনের কারণে দেশের বৃহৎ জনসাধারণের জীবন দারুণভাবে বিপর্যস্ত। সরকারি সাহায্য যা করা হচ্ছে তা খুবই অপ্রতুল। যেটুকু করা হচ্ছে সুষ্ঠু বণ্টনের অনিয়ম প্রকট। এর পর সম্প্রতি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আমপানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। অসংখ্য লোক বেকার-কর্মহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় হঠাৎ করে গণপরিবহণের ভাড়া এক লাফে ৬০% বৃদ্ধি দুঃখজনকভাবে অনৈতিক, অযৌক্তিক ও মানবতার পরিপন্থী। উল্লেখ্য, বিশ্বে জ্বালানী তেলের মূল্য ব্যাপকভাবে ধস নেমেছে। শুধু কতিপয় গণপরিবহণ মালিককে তুষ্টির জন্য এ ভাড়া বৃদ্ধি অদূরদৃষ্টিসম্পন্ন ও অবিবেচনাপ্রসূত। আমাদের পার্শ্ববর্তী ভারতে বাস মালিকদের বাস ভাড়া বৃদ্ধি করার আবেদন সে দেশের সরকার সরাসরি নাকোজ করেছে। এর ফলে ১৪ দলীয় সরকারের প্রতি দেশের বৃহত্তর জনগণের মনোভাব স্বাভাবিকভাবে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির সহায়ক হবে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার সম্ভাবনা দেখা দেবে। তাছাড়া বিরোধীদের জনগণকে উসকে দেয়ার বাহাস সৃষ্টিতে সহায়ক হবে। তাই এ মুহূর্তে এহেন জনদুর্ভোগকালে গণপরিবহণের ভাড়া ৬০% বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর কমিটি নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ হলেনÑসভাপতি শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম ফারুখ-উল-ইসলাম, সম্পাদকম-লীর সদস্য মনির আহমেদ, খলিলুর রহমান, আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য মনিরুজ্জামান, কৌশিক দে বাপী, মোঃ আলাউদ্দিন, মনির হোসেন, আরিফুর রহমান বিপ্লব, আনোয়ার হোসেন, এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, অজয় দে, বাবুল আখতার, হাফিজুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
The post জনগণের দুর্দিনে গণপরিবহণের ৬০% ভাড়া বৃদ্ধি অনৈতিক ও অযৌক্তিক: খুলনা ওয়ার্কার্স পার্টি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3gGVxii
No comments:
Post a Comment