গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১১২ জন করোনা আক্রান্ত হয়ছেনে।
বুধবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্ট ৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তাদের আশেপাশের কয়েকটি বাড়ি লক ডাউনসহ লাল পতাকা টানানো হয়েছে। তিনি আরো জানান, এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ১১২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এদিকে করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তারা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মারা যান।
মৃত ব্যক্তিরা হলেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন কুমিরা গ্রামের ইউনুস আলীর ছেলে ইমান আলী (৫২) ও কলারোয়া উপজেলার আটুলিয়া গ্রামের মোস্তাফিজ সরদারের ছেলে দাউদ আলী (৫০)।
এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। অনলাইন ডেস্ক:
The post সাতক্ষীরায় নতুন করে আরো ৬ জনসহ মোট ১১২ জন করোনা আক্রান্ত, উপসর্গে মৃত্যু ২ জন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3eww9KB
No comments:
Post a Comment