Saturday, August 22, 2020

শ্যামনগরে জমি নিয়ে বিরোধে গুরুতর জখম ৬: মালামাল লুট https://ift.tt/2Em4OO5

শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে মহিলা সহ ৬ জনকে পিটিয়ে গুরুতর জখম করেছে। গতকাল আটুলিয়া ইউনিয়নের আটুলিয়া গ্রামে মোজাফ্ফার মোড়লের ভোগ দখলীয় সম্পত্তিতে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটায়। এ ঘটনায় মোজাফ্ফার শ্যামনগর থানায় ১৫ জনের বিরুদ্ধে ৩০ নং মামলা করেছে।

আহতরা হলোÑআটুলিয়া ইউনিয়নের আটুলিয়া গ্রামে দাউদ মোড়লের পুত্র মোজাফ্ফার মোড়ল ও তার ছেলে মহিবুল্লাহ, স্ত্রী মনিরা বেগম ও তার কন্যা আমেনা খাতুনসহ ৩ ভাই বেল্লাল মোজাম্মেল এবং আব্দুল্লাহ। মামলা সুত্রমতে মোজাফ্ফার মোড়ল শান্তিপূর্ণভাবে ভোগ দখলীয় সম্পত্তিতে দীর্ঘদিন বসবাস করিয়া আসিতেছে।

কিন্তু প্রতিপক্ষ ওই গ্রামের শাহাজাহান কবির, জোনাব আলী, মেহেদী, মো. মাসুদ, রউফ, মো. সবুজ, মো. রবিউল, গোলাম বারী, মুজিবর, মো. আকরাম, আব্দুল হাই, মো. শওকত, মো. কামরুল, মো. লিয়াকত এবং মো. রনি দীর্ঘদিন শত্রুতা করে আসছে। ঘটনার দিন উল্লেখিত ব্যক্তিরা বিনা কারনে মোজাফ্ফারের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। মোজাফ্ফার বাঁধা দিলে আসামীরা দলবদ্ধভাবে তাকে পিটিয়ে গুরুতর জখম করে। এসময়ে স্ত্রী ও কন্যা সহ ৩ ভাই সাহায্যে এগিয়ে আসলে আসামীরা তাদেরকেও পিটিয়ে গুরুতর জখম করে এবং ঘরবাড়ি লুটপাট করে। এক পর্যায়ে আসামীরা মোজাফ্ফারের ঘর হতে ১ লাখ ৫ হাজার টাকাসহ ৬০ হাজার টাকার স্বর্ণলংকার লুট করে। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশিরা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

The post শ্যামনগরে জমি নিয়ে বিরোধে গুরুতর জখম ৬: মালামাল লুট appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2QihsAs

No comments:

Post a Comment