নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় গ্রাম ডাক্তারদের মাসব্যাপী রিফ্রেসার্স ট্রেনিং সেশনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার কলারোয়া পাইলট হাইস্কুলের হলরুমে সাতক্ষীরা জেলা সিভিল সার্জনের পরিচালনায় কলারোরোয়া স্বাস্থ্য কমপ্লে¬ক্সের তত্ত্বাবধানে গ্রাম ডাক্তারদের মান উন্নয়নে সারা দেশের ন্যায় কলারোয়া উপজেলায় মাসব্যাপী ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়।
রিফ্রেসার্স ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মহাসচিব গ্রাম ডাক্তার আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডাক্তার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার সেলিম মো. সিদ্দীকি। এসময় উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার আব্দুল করিম, গ্রাম ডাক্তার রেজাউল ইসলাম, গ্রাম ডাক্তার আবু সাঈদ, গ্রাম ডাক্তার রেজওয়ান উল্য¬াহ, গ্রাম ডাক্তার আনিসুর রহমান পলাশসহ কলারোয়া উপজেলার ট্রেনিংয়ে অংশগ্রহণকারী গ্রাম ডাক্তাররা।
The post কলারোয়ায় গ্রাম ডাক্তারদের মাসব্যাপী রিফ্রেসার্স ট্রেনিংয়ের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3aSRmNW
No comments:
Post a Comment