Friday, August 21, 2020

হাইকমিশনের অনুমতি নিয়ে ভারতে গেল বাংলাদেশে আটকে পড়া ৫৬৫ যাত্রী https://ift.tt/eA8V8J

ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারনে দীর্ঘদিনপর নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় ভারতীয় হাইকমিশনের অনুমতি নিয়ে করোনার মধ্যে ভারতে গেল বাংলাদেশে আটকে পড়া ৫৬৫ নাগরিক।

মহামারী করোনা বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ায় করোনা প্রতিরোধে ভারত ও বাংলাদেশে পাসপোর্ট যাত্রী গমনাগমনে নির্দেশনা দেয় দু দেশের সরকার। দেশব্যাপি দেওয়া হয় লকডাউন। এসময় বাংলাদেশ আটকা পড়ে বিপুল সংখ্যক ভারতীয় যাত্রী।

তবে ভারতে আটকা পড়া বাংলাদেশী যাত্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারলেও আটকা পড়ে ভারতীয় নাগরিকেরা। অবশেষে ১৬৫দিন পর বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরল ৫৬৫ ভারতীয় নাগরিক।

ইমিগ্রেশন সুত্রে জানায়, গত ১৩ মার্চ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয়সহ বাংলাদেশী যাত্রী ভারতে গমন বন্ধ হয়ে যায়। তবে কুটনৈতিক পাসপোর্টসহ বিশেষ পাসপোর্টে ভারতে যায় কিছু যাত্রী। ভারতে আটকা পড়া বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরতে ইমিগ্রেশন ওপেন থাকলেও ভারতীয় যাত্রী নেয়নি সেদেশের সরকার।

দীর্ঘ সাড়ে ৫মাস আটকা পড়ে দুর্ভোগ পোয়াচ্ছিল ভারতীয নাগরিক। অবশেষে দু সরকারের আন্তরিকতায় ভারতীয় হাইকশিনের অনুমতি নিয়ে ভারতে যাত্রী ফেরা শুরু হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত গত চারদিনে গেছে ৫৬৫ যাত্রী। বৃহস্পতিবার যায় ২৬০জন ভারতীয় নাগরিক।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, ভারতীয় হাইকমিশনের ওয়েব সাইডে রেজিষ্টেশন করে বিশেষ আবেদনের মাধ্যমে ভারতীয় যাত্রীরা দেশে ফিরতে পারলেও বর্হিবিশ্বের যাত্রীদের গমনাগমনে নিষেধাজ্ঞা বিদ্যমান রয়েছে। যাত্রী সেবায় কাজ করছেন তারা। ১৮আগষ্ট থেকে শুরু হয়েছে ভারতীয় নাগরিক ফেরা। অনেক কিছুই মেনে ফিরছে তারা।

পহেলা জুলাইয়ের পর নেওয়া ভিসা প্রাপ্তি যাত্রীরা নন কোভিড ছাড়পত্র নিয়ে প্রবেশ করতে পারবে বলে জানান তিনি। তবে ফেব্রুয়ারীর আগে আসা ও ভিসা বা মেয়াদ শেষ হওয়া নাগরিকেরা কিছু নির্দেশনা মেনে দেশে ফিরতে পারবে বলে জানান ইমিগ্রেশন ওসি আহসান হাবিব।

এম এ রহিম, বেনাপোল (যশোর):

The post হাইকমিশনের অনুমতি নিয়ে ভারতে গেল বাংলাদেশে আটকে পড়া ৫৬৫ যাত্রী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3hhp4Pn

No comments:

Post a Comment