রওশন রুবী
ভেতরে যাচ্ছে মরে বহু কোলাহল,
আনন্দের প্রতিধ্বনি উঠছেনা আর,
যায়নি সময়ের কাঁটা চলে বেশি দূর
তবুও শকুনের চোখ থাবা মেলে
উড়ে যাবার উদ্ধেল বাসনায় স্থির।
আহ্
শকুন
খুঁটে খেয়ে
উড়ে যাও
পঙতির পরতে সাজানো
মধুর কোলাহল যাচ্ছে মরে
সেই শোকে আমি ব্যথাতুর,
তুলে নাও অনাদরে ফেলে গেছে
যেই প্রিয়মুখ তার দুখানি
ঠোঁট থেকে ঝরা কথা,
অতঃপর যে পাথর শব্দ হয়ে যায়
তার প্রতিধ্বনি ছুঁয়ে
হেঁটে যাবো মানুষের কাছে ,
যারা স্বপ্ন পুড়িয়ে বাস্তবতায় বাঁচে
তাদের সবুজ শ্বাসে বাঁচাবো কোলাহল ।
আমার মধ্যে আমাকে খুঁজে
গহীন বনের সবুজ মাড়িয়ে
এসেছিলো যে রোদ্দুর
সে বলেছিলো কখন কিভাবে
হারিয়েছে সব , বলতে চেয়েও বলিনি
থাকে না প্রশ্রয়েও দেয়ালের কারুমানচিত্র ,
শুধু নির্লিপ্ত তাকিয়ে থেকে ভেবেছি
ব্যথা অবিরল ফুরাচ্ছে ফুরাক
শব্দের ভালোবাসায় বেঁচে থাকি,
কথা ক্রমশ বলে দিলে চলে যায় মোহ
গোপন থাক চেতনার আস্তরণে,
শব্দরা আসুক মধ্যবিত্তের মতো
দৈন্যতা লুকিয়ে বুকে নিয়ে ধরলার ঢেউ
উড়িয়ে দিয়ে শকুনের শৃংখল
সবুজ কাগজে লিখবো সহজ জীবন।
The post যে পাথর শব্দ হয়ে যায় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2EmnZY4
No comments:
Post a Comment