Friday, August 21, 2020

ন্যায্য, গ্রাহ্য শিরোধার্য https://ift.tt/eA8V8J

সুদয় কুমার ম-ল
নব্য সভ্য অলভ্য দুর্লভ
বাচ্য বিবেচ্য আলোচ্য সব।
দাহ্য,অগ্রাহ্য,পরিত্যাজ্য বরণ
অনুকরণ,অনুসরণ, গ্রহণ দেয় পীড়ন।
কদর্য, কুকার্য, অমার্জ আচরণ
সন্তর্পণে অন্তমনে, প্রাণপনে হোক নিভরণ।
কুজন সুজন দূর্জন মন
অন্তরঙ্গ সংগ বিরত অনুক্ষণ।
অযাচিত আভারণ,কুৎসিত অন্তকরণ
মিথ্যা ভাষণ স্বার্থ পোষণ ছদ্মবেশী বিচরণ
যাচাই বাচাই সত্য উদঘাটন
মিথ্যা প্রশ্রয়ে ঘটে নানা অঘটন।
দুর্বৃত্ত অনিবৃত্ত , প্রবৃত্ত মানবাধিকার লংঘন
কুচক্রীর কৃচ্ছসাধন,নীরিহ মেরে ভাগ বন্টন।
আশ্রয়,প্রশ্রয় অন্যায়ের সহযোগিতা ক্ষমতার অপব্যবহার দুর্নীতির কবিতা।
স্বচ্ছতা,পরিচ্ছন্নতা প্রগতির কৃষ্টি
অদক্ষতা, অযোগ্যতা ঘটায় অনাসৃষ্টি।
অরণ্য, অভয়ারণ্য বরণ্য
অ গ্রগণ্য ধন্য ধন্য।
সততার অলংকার নিরাকার
বাসনার ছুট ছিন্ন মুকুট নিরন্তর নির্বিকার।
অন্যায্য বর্জ পরিত্যাজ্য অনিবার্য
ন্যায্য গ্রাহ্য শিরোধার্য।
অংশ বংশ ধ্বংস
শরীক হিংস নৃশংস।

The post ন্যায্য, গ্রাহ্য শিরোধার্য appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2CNM9dH

No comments:

Post a Comment