করোনায় সংক্রমিত পাইকগাছা উপজেলার কাশেমনগর নিবাসী শুকজান বেগম (৬৫) এর দাফন সম্পন্ন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন সাতক্ষীরা সেল। মৃতের ছেলে কামরুল ইসলাম জানান, গত ১৮ আগস্ট করোনা উপসর্গ নিয়ে তার মা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
২২ আগস্ট রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন কোয়ান্টাম ফাউন্ডেশন সাতক্ষীরা সেলের মহিলা সদস্যসহ একদল সে¦চ্ছাসেবক যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তার গোসল ও কাফনের ব্যবস্থা করেন। এরপর তাকে নিজ গ্রাম কাশেমনগরে দাফন করা হয়।
উল্লেখ্য, গত এপ্রিল মাস থেকে সারাদেশে করোনা সংক্রমন ও উপসর্গ নিয়ে মৃতের দাফন/সৎকার করছে কোয়ান্টাম ফাউন্ডেশন। জুন মাস থেকে সাতক্ষীরায় করোনায় মৃতের দাফন ও সৎকার করছে সাতক্ষীরা সেল। কোয়ান্টাম ফাউন্ডেশন খুলনা শাখার তত্ত্বাবধানে নিজস্ব অর্থায়নে এই দাফন সেবা কার্যক্রম পরিচালনা করেছে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ।
কোয়ান্টাম ফাউন্ডেশন সাতক্ষীরা সেলের দায়িত্বশীল শেখ হুসাইন জানান, সাতক্ষীরায় করোনায় মৃত ব্যক্তির দাফন/সৎকারে সর্বদা প্রস্তুত রয়েছে আমাদের স্বেচ্ছাসেবক টিম। মহিলাদের জন্যে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা দাফন টিম। দাফন/সৎকার সেবার জন্যে সাতক্ষীরা সেলের ০১৭১০০৭০৯০৯ ও ০১৯২৫২২৮৪৭৬ মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন। প্রেসবিজ্ঞপ্তি
The post করোনায় মৃত মহিলার দাফনে কোয়ান্টাম ফাউন্ডেশন সাতক্ষীরা সেল appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/32d8ABG
No comments:
Post a Comment