Sunday, August 23, 2020

হতাশ হবেন না, মনোবল রাখেন সরকার সার্বিক সহযোগিতা করবে: জেলা প্রশাসক (ভিডিও) https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: আশাশুনির প্রতাপনগরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

রবিবার দুপুরে তিনি প্রতাপনগর ইউনিয়নের নাকনা, কুড়িকাহুনিয়া, শ্রীপুর, চাকলা ও হরিশখালি ক্ষতিগ্রস্ত এলাকা ও বেড়িবাঁধ সমূহ পরিদর্শনকালে বলেন, আপনারা হতাশ হবেন না মনোবল রাখেন সরকার আপনাদের সার্বিক সহযোগিতা করবে।

 

তিনি ভাঙন কবলিত পানিবন্দি মানুষের দু:খের কথাগুলো শোনেন। দুর্গত এলাকার মানুষ যাতে ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে পায় এবং কোন প্রকার দুর্নীতি যাতে না হয় ইউপি চেয়ারম্যানকে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, কোন প্রকার দুর্নীতির কথা যদি শোনা যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে আরও বরাদ্দ আনার আশ্বাস প্রদান করেন।

 

এছাড়াও তিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে স্থানীয় জনগণকে সাথে নিয়ে রিংবাঁধ সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের পানিবন্দী মানুষদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিতে নির্দেশনা প্রদান করেন এবং মানুষজনের জরুরী প্রয়োজনীয় চাহিদার ব্যবস্থা করতে নির্দেশনা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত এলাকা ও বেড়িবাঁধ সমূহ পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

The post হতাশ হবেন না, মনোবল রাখেন সরকার সার্বিক সহযোগিতা করবে: জেলা প্রশাসক (ভিডিও) appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aUfFuL

No comments:

Post a Comment