সেলিম হোসেন: মাটি ভরাটের অভাবে প্রতিবছরের ন্যায় এবারও সদর উপজেলার কাশেমপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার আঙিনায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
যেন দেখার কেউ নেই? স্থানীয়রা জানান, ১৯৯৪ সালে বাঁশের বেড়া ও গোলপাতার ছাউনি দিয়ে কাশেমপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।
এই মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে দীর্ঘ ২৫ বছর যাবত শিক্ষার্থীদের লেখাপড়ার শিক্ষা দিয়ে আসছেন। এই মাদ্রসায় বর্তমান প্রায় ৪শত ছেলে মেয়ে লেখাপড়া করে। প্রতিবছর উপজেলার মধ্যে এই মাদ্রাসার শিক্ষার্থীদের পরীক্ষায় পাশের হার শতভাগ। এরপর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অবদানে এই মাদ্রাসাটি পাকা ভবন নির্মাণ করা হয় ও চলতি বছর ২০২০ সালে এই মাদ্রাসাটি এমপিওভুক্ত সরকারিকরণ করা হয়। কিন্তু দু:খের বিষয় ২৬ বছর ধরে মাদ্রাসার ভবনের চত্তরটি নিচু থাকায় ও অর্থের অভাবে শিক্ষকরা মাটি ভরাট করতে না পারায় প্রতিবছর বর্ষণে মাদ্রাসার ভবনের চত্তরে হাঁটু পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়।
ফলে প্রতিবছর শিক্ষক শিক্ষার্থীরা চরম ভোগান্তি পায়। এব্যাপারে জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা।
The post কাশেমপুর দাখিল মাদ্রাসার আঙিনায় হাটুপানি: দেখার কেউ নেই? appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2EpFXZY
No comments:
Post a Comment