দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদীতে জোয়ারের পানি বৃদ্ধি ও টানা বর্ষণে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের লেবুবুনিয়া ও কাশিমাড়ী ইউনিয়নের ঝাপায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নব নির্মিত রিং বাধের ৮ পয়েটে খোলপেটুয়া ও কপোতক্ষ নদে ভেঙ্গে গেছে।
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে উপজেলাব্যাপি পাউবো ভেড়িবাধ অধিকাংশই বিধ্বস্থ হয়। পরবর্তীতে স্থানীয় জনগন ভাঙন রোধে বিকল্প রিং বাধ নির্মাণ করে। পরিপূর্ণভাবে টেকসই বাধ নির্মাণ না হওয়ার কারনে চলমান টানা বর্ষণে ওই সমস্থ রিং বাধ ভেঙ্গে পুনরায় গাবুরা ইউনিয়নের ৫ টি গ্রামসহ কাশিমাড়ী ইউনিয়নে ৩ টি গ্রাম নতুন করে প্লাবিত হয়।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাসুদুল আল জানান, অতিবর্ষণে এবং কপোতক্ষ নদে ৪/৫ ফিট জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার কারনে জরাজীর্ণ রিং বাধের ৭ পয়েন্টে ২শত কিঃমিঃ কপোতাক্ষ নদে ধসে যায়। এসময় লোকালয়ে লোনা পানি প্রবেশ করে ইউনিয়নের গাবুরা, লেবুবুনিয়া, খোলপেটুয়া, গাবুরা পশ্চিম পাড়া ও চকবারা গ্রাম প্লাবিত হয়। ১০ সহ¯্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
চার শতাধিক মৎস্য ঘের পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ২ শতাধিক কাঁচাঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে। পানিবন্দি মানুষ পাউবো ভেড়িবাধের উপরে খোলা আকাশের নিচে আশ্রায় নিয়েছে। স্থানীয় জনগনের সহায়তায় ভাঙ্গন কবলিত ৬ পয়েন্ট বাধা হয়েছে। উপজেলা প্রাশাসনের পক্ষ থেকে ৫ টন চাল ও নগদ ১৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যেকোন মহুর্তে রিং বাধ ভেঙ্গে সমগ্র ইউনিয়ন ফের তলিয়ে যাওয়ার আশঙ্কা করেছেন তিনি।
কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম আব্দুর রউফ জানান, টানা বর্ষণ ও খোলপেটুয়া নদীতে অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ঝাপালিতে রিং বাধে ১০ মিটার ভেঙ্গে গেছে। এসময়ে ইউনিয়নের ঘোলা, ঝাপালি ও কাশিমাড়ী গ্রাম প্লাবিত হয়ে ৮ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ২ শতাধিক মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে।
সার্বিক বিষয়ে শ্যামনগর সহকারি প্রকৌশলী (এসডিই) রাশেদুর রহমান বলেন, ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে উপজেলার ১৮৯.৩৭ কিঃমিঃ পাউবো বাধ ক্ষতিগ্রস্থ হয়। তন্মেধ্যে ৩৫ কিঃমিঃ অধিক ঝুঁকিপূর্ণ এবং ৮৯ কিঃ মিঃ ঝুঁকিপূর্ণ। বিশেষ করে গাবুরা ইউনিয়নের ২৭ কিঃমিঃ পাউবো বাধের মধ্যে ১৫ কিঃমিঃ অধিক ঝুঁকিপূর্ণ। গাবুরা লেবুবুনিয়ায় ভাঙনকৃত রিং বাধের ৬ পয়েন্ট বাধা হয়েছে।
৩ হাজার সিনথেটিক ব্যাগ ও ৫ শত বাশ দিয়ে ভাঙন রোধে সরবারহ করা হয়েছে। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার শনিবার সকাল ১০ টায় ভাঙন কবলিত গাবুরা ইউনিয়ন পরিদর্শন শেষে বলেন, ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ২৭ কিঃমিঃ ভেড়িবাধ টেকসই ভাবে নির্মাণ করার জন্য সরকারের ৯ শত ৯০ কোটি টাকা অর্থ বরাদ্দ প্রক্রিয়াধীন আছে।
শ্যামনগর (সদর) প্রতিনিধি:
The post নদীতে পানি বৃদ্ধি অব্যাহত: শ্যামনগরে রিং বাধের ভাঙনে আরো ৩ গ্রাম প্লাবিত (ভিডিও) appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/31hBr8w
No comments:
Post a Comment