পত্রদূত ডেস্ক: গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানে উপকূলীয় জেলা শ্যামনগর উপজেলার গাবুরার ইউনিয়নের ২টি পয়েন্টের ওয়াপদা রাস্তা ভেঙে গাবুরা প্লাবিত হয়ে যায়। সরকারি কোনো বড় সহায়তা ও জাতীয় জনপ্রতিনিধি ছাড়া ইউনিয়নের মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান লেনিনের আহবানে হাজার হাজার মানুষ স্বেচ্ছায় রিংবাধ দিতে সক্ষম হয়।
কিন্তু বাঁধটিতে জনগণের ভোটে নির্বাচিত নেতাদের অবহেলার কারণে বাঁধা সম্ভব হয়নি বলে অভিযোগ তুলেছেন সাবেক চেয়ারম্যান ও তার লোকজন। সম্প্রতি নদীর জোয়ার স্বাভাবিক থেকে মাত্রায় ৪/৫ ফুট বেশি হওয়ায় রিংবাঁধের সাতটি পয়েন্ট ভেঙে প্ল¬াবিত হয়। ঢাকায় অসুস্থতাজনিত অবস্থান থেকে দ্রুত বাড়ি এসে স্থানীয় ও জনপ্রতিনিধিসহ শতশত মানুষ নিয়ে রিংবাঁধে জন্য উপকূলীয় এলাকাবাসীর পাশে বার বার দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিএম শফিউল আযম লেনিন। তিনি বলেন, আমরা প্রতিহিংসার বলি হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখন উন্নয়ন করছে সারা দেশে, ঠিক তখনই আমরা পিছিয়ে যাচ্ছি। তিনি বলেন, আমার ছেলেরা মানববন্ধন করছে। আমরা বার বার বলছি, টেকসই বেড়িবাঁধ চাই। আমাদের সাথে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। তিনি বলেন, ঘূর্ণিঝড় আম্পান দেশের মানুষের জন্য একটি বড় বিপর্যয় ডেকে এনেছে। কারণ ইতোমধ্যে সবাই করোনাভাইরাস মহামারির ফলে দুর্দশায় রয়েছেন।
লেনিন আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মহান আল্লাহ্র অশেষ কৃপায় উপকূলীয় অঞ্চলের সাহসী মানুষেরা দু:খ ও ক্ষতি কাটিয়ে উঠবে এবং অতীতের মতো ধৈর্য সহকারে তাদের জীবন সংগ্রামে জয়লাভ করে স্বাভাবিক জীবনে ফিরবে তার জন্য আমি আমৃত্যু আপনাদের সাথে আছি।
The post ভাঙন কবলিত উপকূল এলাকাবাসির পাশে সাবেক চেয়ারম্যান লেনিন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3aLPKp0
No comments:
Post a Comment