Sunday, August 23, 2020

কলারোয়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শিক্ষার্থীকে ধর্ষণের মামলা https://ift.tt/eA8V8J

কলারোয়া প্রতিনিধি: এসএসসি পরীক্ষার্থী এক স্কুল পড়ুয়া ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ৪ বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে কলারোয়া উপজেলার এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। সম্পর্কের কথা গোপন রেখে গত চার বছর ধরে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়।

 

এ ঘটনায় কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় ১৫ নং মামলা দায়ের হয়েছে৷ ভুক্তভোগী হেলাতলা ইউনিয়নের ওই শিক্ষার্থীর থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানা যায়- অভিযুক্ত ছাত্রলীগ নেতা উপজেলার পরানপুর গ্রামের শেখ মোশারফের ছেলে শেখ মেহেদী হাসান নাইচ৷অভিযুক্ত মেহেদী হাসান নাইচ সদ্য বিলুপ্ত কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুষারের হাতকাটাকে কেন্দ্র করে তাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সারমিন সুলতানা শিখা জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত আসামীকে আটকের চেষ্টা চলছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান-ভিকটিমের অভিযোগের ভিত্তিতে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত আসামীকে আটকের জন্য থানা পুলিশের একটি টিম সার্বক্ষণিক তৎপর আছে।

The post কলারোয়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শিক্ষার্থীকে ধর্ষণের মামলা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Eqeasi

No comments:

Post a Comment