কলারোয়ার চন্দনপুরে ফেনসিডিলসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ।
সেসময় গোয়াল ঘর থেকে ২১৭ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।
আটক রেবেকা খাতুন (৩২) ওই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইসরাফিলের নেতৃত্বে এএসআই রকিবুল হাসান ও এএসআই রফিকুল ইসলাম মঙ্গলবার রাতে চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের রেবেকা খাতুনকে তার বাড়ির গোয়াল ঘর থেকে ২১৭ পিস ফেনসিডিলসহ গ্রেপ্তার করে।
এ ব্যাপারে কলারোয়া থানায় মাদক আইনে একটি মামলা (যার নং – ১৯/২৬-৮-২০) হয়েছে।
এদিকে, গ্রেফতারকৃতের এবং এলাকাবাসির তথ্য মতে থানার এসআই ও চন্দনপুর ইউনিয়ন পুলিশিং বিটের দায়িত্বপ্রাপ্ত অফিসার ইস্রাফিল হোসেন জানান, উদ্ধারকৃত ২১৭ বোতল ফেনসিডিলের প্রকৃত মালিক চন্দনপুর এলাকার একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট নামে পরিচিত আজগর আলী।
তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীদের আটকের অভিযান অব্যাহত থাকবে।
তবে ফেনসিডিল উদ্ধারের সময় আটক মহিলার স্বামী বাড়িতে ছিলেন না বলে থানা সূত্রে জানা যায়।
আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি:
The post কলারোয়ার চন্দনপুরে গোয়াল ঘরে ফেনসিডিল! মহিলা আটক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2FPpbDZ
No comments:
Post a Comment