যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে আরো ৫৭টি নমুনা পজেটিভ বলে শনাক্ত হয়েছে। রোববার রাতে পরীক্ষা শেষে সোমবার সকালে এই ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, এদিন তাদের ল্যাবে যশোর ও নড়াইল জেলার মোট ২০২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নেগেটিভ পাওয়া যায় ১৪৫টি নমুনা।
এদিন যশোর জেলার ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩টি পজেটিভ ফল দেয়। আর নড়াইলের ৬১টি নমুনা পরীক্ষা করে ১৪টি পজেটিভ পাওয়া যায়। বিস্তারিত ফলাফল সকালেই দুই জেলার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, আগের দিন রোববার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ছিল দুই হাজার ৮৪২। এদের মধ্যে সুস্থ হয়ে গেছেন এক হাজার ৭৩৬ জন। আর মারা গেছেন ৩৬ জন।
যশোর প্রতিনিধি:
The post যশোরে ৪৩ নড়াইলে ১৪ নমুনা পজেটিভ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/34tSxlQ
No comments:
Post a Comment